.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

অশেষ সম্ভাবনার কুসুম ফুটছে চারিদিকে
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ তৌহিদুর রহমান

অশেষ সম্ভাবনার কুসুম ফুটছে চারিদিকে
নতুন দিনের দেয়াল লিখন
শতাব্দী যায় যে লিখে ||

বিশ্বাসীদের স্বপ্নে এখন ভোরের সূর্য হাসে
জয়ের খবর মুদ্রিত হয় বুকেরই চারপাশে
বাধার পাহাড় পেরিয়ে যাবার
পদ্ধতি নেই শিখে ||

সব হতাশার কুয়াশা আজ মিলিয়ে গেল দূরে
আশার আলো বিলালে গান সপ্ত রাগের সুরে ||

আল কোরআনের শত্রুরা ঐ দারুন দিশেহারা
সব হারিয়ে আজকে ওরা সত্যি সর্বহারা
দু’চোখে জুড়ে এখন ওদের
রঙ হলুদ আর ফিকে ||