তৌহিদী চট্টলা
সংগ্রামী চট্টলা
বিপ্লবী চট্টলা
বিদ্রোহী চট্টলা
কারো কাছে কোন দিন
মাথা নত করে না।।
পাহাড়ের পরিবেশে মানুষের মন
শিখরের মতো উঁচু তোলে আলোড়ন
ঝঞ্চার সংঘাতে দুর্বার হয়ে উঠে
জীবনের ঝুঁকি নেয় ভেঙে পড়ে না ॥
এইখানে আলাওল তুলেছিল সুর
আমানত দেখেছিল স্বপ্ন মধুর মনিরুজ্জামানের সংগ্রামী চেতনা
স্বর্ণালী ইতিহাস কে গো স্মরে না ॥