.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

দুঃখে পড়ে না ভেঙ্গে যে বীর পুরুষ
গীতিকারঃ কাজী নাসির উদ্দীন
সুরকারঃ চৌধুরী আবদুল হালিম

দুঃখে পড়ে না ভেঙ্গে যে বীর পুরুষ
বাধার প্রাচীর দেখে হয় না বেহুঁশ
তেমন মানুষ কই বীর মুজাহিদ
দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ ॥

খোদার জমিনে তার আজ প্রয়োজন
সুখকে হারাম করে করবে যে পণ
লড়তে হেরার পথে তুলবে আওয়াজ
তাকে খুঁজি আজ ॥

নবীর দেখানো পথে কদম কদম
চলতে জীবন দিয়ে যায় হরদম
কোথা সে মু’মীন বীর ঈগল সাবাড়
তাকে খুঁজি আজ ॥

কোন ক্ষতি লোভ ভয় পায় না যারে
জিহাদের পথ হতে রুখতে তারে
সে বীর রাহি কই কোথা বেনিয়াদ
তাকে খুঁজি আজ ॥