.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

নিবিড় করে ভাবো
গীতিকারঃ সৈয়দ আহমদ শামীম
সুরকারঃ তৌহিদুর রহমান

যা হোক তুমি নিবিড় করে ভাবো
চেনা পথে হেঁটে যেতে যেতে
নতুন পথটি পাবো ॥

একটি নতুন দৃশ্যের চোখ
একটি চোখের অরূপ দৃশ্য
একটি নতুন মুখের বাণী
একটি বাণীর বিপুল প্রেরণা ॥

একটি নতুন পৃথিবীর পথ
একটি নতুন পথের পৃথিবী
একটি অমর পৃথিবীর পথ
হেঁটে যেতে যেতে পাবো
হে মন তুমি নিবিড় করে ভাবো ॥

একটি নতুন শিশুর কণ্ঠ
একটি শিশুর মানব কণ্ঠ
একটি নতুন চেতনার রঙ
একটি নতুন আলোর দ্যোতনা ॥

একটি মনের নতুন বিকাশ
বিকাশের শত সহস্ৰ পথ
একটি নতুন সভ্যতা আমি
হেঁটে যেতে যেতে পাবো
হে মন তুমি নিবিড় করে ভাবো ॥