পাহাড়ের পাশ দিয়ে চলে গেছে জলধারা
আমি তার জানি না কোন ঠিকানা
মনে হয় হয়তো বা মিশে গেছে অবশেষে
যেখানে নীল নিলীমার সীমানা ॥
সবুজের আবাহনে আমি যেন আজ
ভুলে গেছি সব কিছু ভুলে গেছি কাজ
হৃদয়ের চাওয়া পাওয়া একাকার আজ যেন
বেদনার পরিচয় না না জানি না ॥
ওই ধারে সাগর সে হাতছানি দিয়ে ডাকে অবিরাম
এই ধারে জনপদ যন্ত্রনা দেয় শুধু দেয় রে অবিরাম।
পাখিদের কলতানে ভরে গেছে মন
ভরে গেছে গানে গানে স্বপ্ন লগন
হৃদয়টা ডানা মেলে হারিয়েছে অজানায়
আমি তার ঠিকানা কিছু জানি না ॥