.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

পৃথিবী জুড়ে আজ কতো অসহায়
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ আহসান হাবীব

পৃথিবী জুড়ে আজ কতো অসহায়
মজলুম শোনো ওই কাঁদে
শোষণ নিপীড়ন বঞ্চনা যে
মানুষের মতবাদে ॥

সুখের আশায় যেথা ছুটে যায়
ফিরে আসে হতাশাতে
বাঁচার আশা লাঞ্চিত হয়
মিথ্যার কষাঘাতে
শৃঙ্খল বাঁধনে হাহাকার করে আহত আর্তনাদে ॥

আশ্রয় ভেবে যার কাছে যায়
পায় না তো খুঁজে তারে
ভিটে-মাটিহীন কাটে দুর্ভোগে
যাতনাই শুধু বাড়ে
মনের গভীরে তোলপাড় করে মুক্তির আস্বাদে ৷।