.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

বাধার প্রাচীর সব ভাঙবোই
গীতিকারঃ এম এস জামান
সুরকারঃ চৌধুরী আবদুল হালিম

বাধার প্রাচীর সব ভাঙবোই
মুক্তির সূর্যটা আনবোই
জেগেছি এবার মোরা লক্ষ তরুণ সেনা
নতুন এক পৃথিবী গড়বোই ॥

প্রলয়ের বান দেখে আমরা তো টলিনি
করিনি তো কভূও চিৎকার
সত্যের পথ জানি তারও চেয়ে সুকঠিন
নির্মম বজ্রের হুঙ্কার প্রাচীর আর
প্রতিরোধে রুদ্ধতাকে ভয় নেই
ঝঞ্চা ঘূর্ণিপাকে আজ সৈনিক আমরা লড়বোই ॥

শত্রুর কষাঘাতে আমরাতো ভীত নই
নই নিচু রই চির উঁচু শির সত্যের পথ
জানি উত্তাল ঝঞ্ঝার সাগরের নেই নেই নেই তীর
নিঃসীম আঁধারের পথ বেয়ে ঈমানের নূর শিখা
চেয়ে চেয়ে আমরা বহুদূর মঞ্জিলে পৌছবোই ॥