বৃষ্টি হলেই মন বলে যে ঐ আকাশের কান্না
সেই কাঁদনে যাক ধুয়ে যাক
মনেরই আঙিনা
আমার মনেরই আঙিনা ॥
নিঝুম রাতে শাওন ঝড়ে
হৃদয়ে তোলপাড় নিবিড় সুরে
দুঃখ পাতে, প্রকৃতি নিসাড়
দুঃখ রাশি আমায় ভাঙে
ভীড়লো তরী কোন সে গাঙে
সব পীড়নের শেষে মিলাও সুখেরই ঠিকানা ॥
গাঢ় মেঘে আকাশে ছাওয়া
উদাস উদাস গজল গাওয়া
ভাঙ্গে নদী ভাঙে দু’কূল
এই মন ভাঙ্গে হিসেব কষে
জীবনের চাওয়া পাওয়া ॥
বৃষ্টি মানেই বিশুদ্ধ জল
পবিত্রতার বারি
সেই বারিতে তোমার বিশেষ
রহম রাখো জারি
ঐ বারিতে দেহ ধুয়ে
অন্তর আত্মা পড়ে নুয়ে
মাগফিরাতের দোয়া যেচে
কাটুক এ ভাবনা ॥