.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

ভাইফুত হাম বানায় দিয়ছ
গীতিকারঃ
সুরকারঃ

ভাইফুত হাম বানায় দিয়ছ
হতো বরো রুইত মাছ বরকিত ধরায়ছ।

আরে আস্তে আস্তে খেলি খেলি
কিনারে আনিস,
ছুডি যাইবই চাইস ওডা
জলদি নটানিস।

আরে লরা চরাই দেহা যার মাছ
অইবো দশ সেরা,
বউ ফোয়া লই মজা গরি
হাবিদে তোরা।

আরে আঁই তোরে ডাক্কি যেঁত্তে
এঁত্তে ন আলি,
এহন ভাইফুত আঁর আগে
হাম বানাই দিলি।

ইয়ান কি গইজ্জস ভাইফুত ইয়ান কি গইজ্জস..

হষ্ট গরি মাছতো আঁই
ঘরত দি আইলাম
এই পরিমান মাছর ভাগতো
আঁই নফাইলাম।

আরে দঁত আরে দিলি
মাছর হল্লা নদিলি
এতো বরো হল্লা ওয়াতো
আলিরে দিলি।

তোরে লেন্ডাত্তুন বর গইল্লাম
হত আদর গরি
শেষ হারালে তুই আরে
হতর বেছা দিলি।