যদি সাগরের জলকে কালি করি
আর গাছের পাতাকে করি খাতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবু রইবে না একটিও পাতা৷
তুমি মাঠ ভরে দিলে ফসলেরও সম্ভার
সঘন বরষা দিলে রৌদ্রেরও উপহার
ভালোবেসে দিলে প্রেম প্রীতি মায়া মমতা ॥
যেমন দিয়েছ আলো তেমনি বাতাস
অন্তরে দিলে জ্ঞান আকাশ আকাশ
তুমি শেষ নবী দিলে আমাদেরও জন্য
যেন পথ ভুলে না হই পাপীদের মাঝে গণ্য
ভালোবেসে দিলে পাক কোরআনের বারতা ॥