শতাব্দী আজ ডাকছে তোমায়
আগামী দিনের হে দীপ্ত সেনা
শান্তি খোঁজে ঐ মানবতা
শান্তি কোথাও হায় পায় না ৷৷
শান্তির শ্বেত পাখি হারিয়ে গেছে
হাহাকার চারিদিকে ছেয়েছে
ক্ষুধিত মানুষ ঐ পথের পাশে
মুখ বুজে চুপে পড়ে রয়েছে
দুঃখীর তরে সুখের প্রভাত
আনতে কি পথ চলবে না ৷৷
অত্যাচারীর ঐ প্রাসাদ ভেঙ্গে
কোরআনের আলো দাও ছড়িয়ে
মজলুমানের মুখে হাসি ফোটাতে
সুখেরই দ্বীপ দাও জ্বালিয়ে
দাও দাও দাও জ্বালিয়ে
বাঁধার প্রাচীর আসুক যত
সে তোমার পদতলে যাক না ৷।