শোন মুমিন শোন
নিয়ে নাজাতের ফরমান
বছর ঘুরে এলো আবার মাহে রমজান ।।
রমজান এলো সুযোগ নিয়ে
পাপের প্রাসাদ ভাঙ্গতে
জীবনটাকে দ্বীনের আলোয়
প্রভুর রঙে রাঙতে
সুযোগ দিলো আরো, হতে খাঁটি মুসলমান
বছর ঘুরে এলো আবার মাহে রমজান।।
কত বড় হতভাগা
রমজান পেয়েও যারা
সঠিক দ্বীনি মেজাজ নিয়ে
দেয়নি মোটে সাড়া ৷৷
এই সুযোগে যদি ঈমান
শক্ত করতে পারো
মহান প্রভুর রহম দানে
বাড়বে সম্মান আরো
পরকালে রবে খোলা জান্নাতের রাইয়ান
বছর ঘুরে এলো আবার মাহে রমজান ৷৷