সাঁঝের আলো কেন জ্বালো
ঝলমলে চাঁদ হাসে
রূপালী নায়ে আমার এ দেশ
ভরা জোছনায় ভাসে ৷
রাতের পাখি অবাক সুরে
ডাকে শোনো পলাশ ছুঁড়ে
জোনাকীর দল ঐ জেগেছে
আঁধারে মুক্তো ভাসে ৷
মায়াবী আলোর বান ডেকেছে
তাই আঁখি জাগে নিঝুম রাতে
দোলা দিয়ে যায় উদাসী হাওয়ায়
চঞ্চল মন চায় হারাতে ॥
আকাশ জুড়ে তারার মেলা
দীঘির জলে আলোর খেলা
যতই দেখি হয় নাতো শেষ
দৃষ্টি ফিরে আসে ॥