স্রোতের প্রতিকূলে বয়ে চলা মাঝি
জীবনের পদে পদে জান রাখি বাজি (আমি)
ঢেউ যত তোলপাড় আমি তত দুর্বার
পরাজয়ে নই আমি রাজি
হিমালয় সম তোর তর্জন গর্জন
দেবো পাড়ি তাও আমি ভয় করে বর্জন
জীবনের উচ্ছাসে ঈমানী বিশ্বাসে
বজ্র কঠোর এই মাঝি ॥
পাল যদি ছিঁড়ে যায়
হাল যদি গুঁড়ে যায়
ভয় করি না আমি তাতে (ও)
বুকে বাঁধি হিম্মত শেষ নবীর উম্মত
স্রষ্টা তো আছে মোর সাথে(ও)
অদম্য উদ্দামে মহান প্রভুর নামে
দলে যাই সব কারসাজি ॥