এইতো সে দেশ
সাঁঝের বেলায় যেথা
ভেসে আসে দূর হতে
ভাটিয়ালী সুর
পাখিরা যায় ফিরে
ডানা মেলে নীড়ে
আযান আসে ধীরে
আহা মধুর।।
ভেসে আসে ভেসে আসে ভাটিয়ালী সুর
দূর হতে আযান আসে আহা কি মধুর ॥
এখানে পাখিগুলো গান গেয়ে যায়
এখানে নদীগুলো যায় বয়ে যায়
নিঝুম চরাচরে সাগর তীরে তীরে
হৃদয় যায় উড়ে দূর বহুদূর ॥
সবুজ সমারোহে যায় ভরে প্রাণ
হৃদয় জুড়ে ওঠে আমার প্রভুর গান
প্রভুর সৃষ্টিতে রহম বৃষ্টিতে
ধরণী নিয়ামতে হলো ভরপুর ৷।