.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

এখনো তুই কেন রে মিছে
গীতিকারঃ চৌধুরী গোলাম মাওলা
সুরকারঃ চৌধুরী গোলাম মাওলা

এখনো তুই কেন রে মিছে
ঘরে বইসা রইলি
রাসুল প্রেমের তরী লইয়া
সমুদ্রে ধর পাড়ি ॥

তোরই ঘরের কেঁচোর ফুটোয়
সাপ যে বাসা বাঁধে
জনম ভইরা সেই সাপ গেল
তোরেই ছোবল মারি ।।

সময় যে তোর যায় ফুরায়ে
মূর্খ রয়ে গেলি
ইসলাম থেকে মুখ ফিরায়ে
লাঞ্চনা তো পেলি ৷৷

দু’চোখ ভরে নামবে যেদিন
গোরের আঁধার ওরে
রঙ্গ রসের এই দুনিয়া
তাড়িয়ে দেবে তোরে
অনুতাপের অশ্রু নদে
ঘটবে ভরাডুবি ৷