আমার মন শুধুই কাঁদে হায়
আমার মন শুধুই কাঁদে হায় উদাসী হই যার লাগি বুকে সেই নাম বাজে হায় ॥ বাঁশির বীণায় শুধু হাহাকার শুনছি আমি দিকে দিকে এ কোন সুরের তানে মলিন হিয়া গুনছে প্রহর তোমার ডাকে সুখের আশায় জীবন আমার ভুলেছে ওগো তোমার দিশা অনেক ভুলের মাঝে আমি অসহায় তাইতো খুঁজি মনের তৃষা ॥
যখন আমি ছোট্ট ছিলাম
যখন আমি ছোট্ট ছিলাম মায়ের বুকে ঘুমাতাম কত মধুর স্মৃতি সে যে কত সুখ কত ভালবাসা কত কষ্ট কত দুঃখ সয়ে দশমাস দশদিন পেটে বয়ে সুখ দুঃখ সব একাকার হয় তবুও ছেলের মুখপানে চায় ।। কষ্টকে কষ্ট মনে করেনি জীবনের সব আশা তবু সরেনি ।। ছেলের মুখপানে যখনই চায় বুক জুড়ে স্নেহধারা শুধু বয়ে যায় […]