.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

ঝিলের শোভা মাঠের ফসল

ঝিলের শোভা মাঠের ফসল নদীর কলতান মায়ের আদর বোনের সোহাগ পাখির ঠোঁটের গান সবই তোমার দান (মাওলা) ॥ ফুলের মতো সোনার দেহ দৃষ্টি দু’চোখে প্রাণে প্রাণে এত আশা আবেগ হৃদয়ে ভালো মন্দ বিবেচনার পরিপূর্ণ জ্ঞান সবই তোমার দান (মাওলা) ৷ দ্বীন দুনিয়ায় চলার পথে মহান কাণ্ডারী দিলে তুমি দয়া করে পরম দিশারী দ্বীনের নবী মোস্তফাকে […]

সারাদিন আমি

সারাদিন সারাদিন আমি একটি গাছের দিকে তাকিয়ে ছিলাম ॥ আমি ভাবলাম কি করে বানালে তুমি এই সুন্দর পাতা আর ফুল।। উদ্ধত গ্রীবাতুলে বীর বেশে হিমালয় আছে দাঁড়িয়ে বুক থেকে নিচে তার কত নদী ঝর্ণা যায় গড়িয়ে ভোরের আকাশে দেখ কত মেঘ উড়ে যায় যেন স্বর্ণালী ধুল ॥ এ বাতাস কেন মোহময় এ আলো এই পাখিদের […]

যদি সাগরের জলকে কালি করি

যদি সাগরের জলকে কালি করি আর গাছের পাতাকে করি খাতা আর একে একে লিখে যাই মহিমা তোমার তবু রইবে না একটিও পাতা৷ তুমি মাঠ ভরে দিলে ফসলেরও সম্ভার সঘন বরষা দিলে রৌদ্রেরও উপহার ভালোবেসে দিলে প্রেম প্রীতি মায়া মমতা ॥ যেমন দিয়েছ আলো তেমনি বাতাস অন্তরে দিলে জ্ঞান আকাশ আকাশ তুমি শেষ নবী দিলে আমাদেরও […]

তোমার গুণের কথা প্রকাশে

তোমার গুণের কথা প্রকাশে শক্তি আমায় দিও রহমান || জীর্ণ হৃদয়ে দিও এমন সাহস বহতা নদীর মতো বহমান (ঐ) ভোরের পাখির কলতানে, যে সুর বাজে প্রাণে প্রাণে || সে সুর আমার কন্ঠে দিও গাইতে তোমারি গুণগান (ঐ) দীনের পথের বাঁধা যত, পেরোয় যেন আলীর মত || বিপদ বাঁধার পাহাড় তোলে তোমার পথে হতে শহীদান (ঐ)