.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

এ দুর্যোগে এই দুর্ভোগে আজ

এ দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে জীবনের এই মরু বিয়াবানে প্রাণ আনতেই হবে আনতেই হবে তোমাকে ৷। জড়তার দেশে দাও দাও হিন্দোল বহাও বন্যা তওহীদি হিল্লোল অমারাত্রির সব কালিমা মুছে সূর্য উঠাতেই হবে উঠাতেই হবে তোমাকে ॥ এখানে এখনও জাহেলি তমদ্দুন শিকড় গড়ার প্রয়াসে যে তৎপর সজাগ বন্ধু প্রস্তুতি নাও প্রতিটি […]

তৌহিদী চট্টলা সংগ্রামী চট্টলা

তৌহিদী চট্টলা সংগ্রামী চট্টলা বিপ্লবী চট্টলা বিদ্রোহী চট্টলা কারো কাছে কোন দিন মাথা নত করে না।। পাহাড়ের পরিবেশে মানুষের মন শিখরের মতো উঁচু তোলে আলোড়ন ঝঞ্চার সংঘাতে দুর্বার হয়ে উঠে জীবনের ঝুঁকি নেয় ভেঙে পড়ে না ॥ এইখানে আলাওল তুলেছিল সুর আমানত দেখেছিল স্বপ্ন মধুর মনিরুজ্জামানের সংগ্রামী চেতনা স্বর্ণালী ইতিহাস কে গো স্মরে না ॥

বিশ্বাসী জনতারই আমার এ দেশ

বিশ্বাসী জনতারই আমার এ দেশ আছে জানা জানি জানি আসবে সে দিন উড়বে আবার ইসলামী বিজয় পতাকা এইতো সে দেশ যেথা ঘুমিয়ে আছে লক্ষ শহীদ জীবনের দামে তারা চেয়েছিল মানবতার ইসলামী ভিত তাদের সে স্বপ্নগুলো ধুলোর মাঝে ভূলুণ্ঠিত করলো কারা ওরা কি জানে না রে লড়বে আবার বীর সেনানী বিপ্লবীরা। জাগে ওই বীর জনতা আজ […]

ওরা কোরআনের কথা কয়

ওরা কোরআনের কথা কয় রাসূলের পথে চলার কথা কয় তবে কেন তোমরা করো ওদের বিরোধীতা।। আলোকের সন্ধান পেয়ে গেছে ওরা মুছে গেছে আঁধারের কালিমা আঁধারের গহীনে হারিয়েছো তোমরাস কোরআনের পথ চিনলে না ওরা সত্যের পথে এলো বলে বন্ধু কোরআনের পথে এলো বলে বন্ধু করো কি ওদের বিরোধীতা করো কি তাদের বিরোধীতা ॥ ভেবো না কখনো […]

ফুটেছে দেখো কতশত ফুল

ফুটেছে দেখো কতশত ফুল জান্নাতি সৌরভ বাগিচায় । ঐ দেখো মালেকেরা আমাদের ডাকছে সত্য সুন্দর আঙিনায় ॥ পাখিরা গাইছে মিষ্টি কলতানে মুজাহিদ ডাকে হাতছানিতে তৃষিত হৃদয়ের তৃষ্ণাকে মেটাতে কাউসার নিসৃত পানিতে হামযার বাহিনী বারে বারে ডাকছে আয় তোরা সকলে ছুটে আয় ৷ এ বাগান একদিন মুখরিত করবো আমাদের দৃঢ় পদধ্বনিতে লিখেছি এ শপথ বুকেরই পাঁজরে […]

আমাদের প্রত্যয় একটাই

আমাদের প্রত্যয় একটাই আল্লাহর পথে মোরা চলবো নিকষ কালিমা ভরা আকাশে ধ্রুব জ্যোতি তারা হয়ে জ্বলবো বিলিয়ে পাঁজরের রক্ত উর্বর করবো এ দুনিয়া মুক্তির বান ডেকে যাবে ফের আমরা শত্রুর খুনিয়া। আমাদের ঝরে গেছে রক্ত ঝরুক না যত লাগে ঢালবো তবু এই আঁধারে আঁধারের গহীনে শান্তির দীপ জোরে জ্বালবো। লড়াকুর যত খুন ঝরবে সব খুন […]

আমরা ছিলাম আমরা আছি

আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাবো না যতদিন রবে ঐ নদী বহমান রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা।। অস্ত্র আঘাতে রোখা যাবে না ভয়ভীতি সন্ত্রাস মানি না সত্যের পথে মোরা দুর্জয় মোরা নির্ভীক বাতিলের উৎখাতে তাই আমরা বজ্র কঠোর ভাঙবো ভাঙবো তাগুতি ঠিকানা।। শাহাদাতের অভিলাষ বুকেতে অনিবার অবিরাম জিহাদে রক্তে লালিমা হয় […]