.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

এ পথের পথিকের
গীতিকারঃ চৌধুরী আবদুল হালিম
সুরকারঃ চৌধুরী আবদুল হালিম

এ পথের পথিকের
নেই কোন ভয় শঙ্কা
বুকে ঈমানের ডংকা
ওরা সবাই শহীদের ভাই
মাড়িয়ে যায় ঝড় ঝঞ্চা৷

ওরা তো কোরানের সৈনিক
ওরা তো দুর্জয় নির্ভীক
ওরা তো রাসুলের সৈনিক
ওরা আলী মুসা তারিক

ওরা করেছে জাহান জয়
আবারো আনবে সে বিজয়
ওরা সবাই অকুতোভয়
ওরা সৈনিক ওরা নির্ভীক ৷

দিকে দিকে ওরা ছুটছে
বিজয়ী ঝাণ্ডা উড়ছে
ভুবনে ভুবনে ঘুরছে
আল্লাহু ধ্বনি তুলছে ৷